ঠাকুরগাঁওয়ে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত
আরিফ হাসান, ঠাকুরগাঁও প্রতিনিধি :‘ডিজিটাল বাজার ব্যবস্থায় অধিকার স্বচ্ছতা ও ন্যায়্যতা নিশ্চিতকরণ’ এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে ঠাকুরগাঁওয়ে পালিত হল বিশ্ব ভোক্তা অধিকার দিবস। বৃহস্পতিবার জেলা প্রশাসনের আয়োজনে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব), ঠাকুরগাঁও জেলা কমিটির সহযোগিতায় এ উপলক্ষে ঠাকুরগাঁও জেলা প্রশাসক কার্যালয়ের চত্বর থেকে একটি শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সামনে এসে শেষ হয় এবং সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আসলাম মোল্লা,প্রেস ক্লাব সভাপতি আবু তোরাব মানিক, জেলা মার্কেটিং অফিসার সাখাওয়াত হোসেন, ,জেলাকৃষক লীগ এর সভাপতি সরকার আলাউদ্দিন,চেম্বার অব-কমার্সের পরিচালক মামুন অর রশিদ, কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব )ঠাকুরগাঁও শাখার সাধারণ সম্পাদক শামীম হোসেনব্যবসায়ী নেতা বারেকাল্লা,সাবেক ক্রীড়া অফিসার আবু মহিউদ্দিন প্রমুখ।
কর্মসূচিতে সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী, ভোক্তাসহ বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সুজন খান ।