শ্রীপুরে শীতলক্ষ্যা নদীর চরে অজ্ঞাত গলা কাটা শিশুর লাশ উদ্ধার
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ শ্রীপুরে শীতলক্ষ্যা নদীর চরে অজ্ঞাত গলা কাটা শিশুর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। ১২ মার্চ সোমবার সকাল সাড়ে ১০টা সময় উপজেলার নান্দিয়াসাঙ্গুন এলাকায় বানার শীতলা নদীর চর থেকে অজ্ঞাত এক মেয়ে শিশুর গলা কাটা লাশ স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশ খবর দেয় ঘটনাস্থল থেকে শিশুর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মনিরুজ্জামান জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে অজ্ঞাত গলাকাটা শিশুর (৭) লাশ উদ্ধার করা হয়। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, অন্য কোন স্থানে হত্যা করে লাশ এখানে ফেলে গেছে। নিহত শিশুর পড়ানে কোন কাপড় ছিল না। লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।