রাঙ্গুনিয়ায় সরফভাটা কৃষকলীগের কমিটি ঘোষণা
রাঙ্গুনিয়া প্রতিনিধি : রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়ন কৃষকলীগের কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মাহাবুবুল আলমকে সভাপতি ও বর্তমান ইউপি সদস্য দিদারুল আলমকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। এছাড়াও সাংগঠনিক সম্পাদক হিসেবে মো. হোসেন তালুকদারের নাম ঘোষণা করা হয়। গত রবিবার বিকালে ইউনিয়ন কৃষকলীগ আয়োজিত বর্ধিত সভায় সর্ব সম্মতিক্রমে তাদের নির্বাচিত করা হয়। সোমবার (১২ মার্চ) রাঙ্গুনিয়া উপজেলা কৃষকলীগের সভাপতি আবদুল মান্নান তালুকদার ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব রানা স্বারিত এক বিজ্ঞপ্তিতে নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা প্রদান করা হয়েছে।