ঘোড়াঘাটে হাসপাতালে রোগীর খাদ্য চলছে ভোল্ডার মুরগী ও পাঙ্গাস মাছ
ঘোড়াঘাট (দিনাজপুর) থেকে শহিদুল ইসলাম আকাশ ঃ দিনাজপুরের ঘোড়াঘাট হাসপাতালে রোগীর খাদ্য চলছে ভোল্ডার মুরগী ও পাঙ্গাস মাছ দিয়ে বলে অভিযোগ উঠেছে। জানা যায়, ঘোড়াঘাট হাসপাতালে ভর্তি থাকা রোগীদের ৩দিন পর্যন্ত দুপুরে ও সন্ধ্যায় আলূ ও পেপের ঝলের সঙ্গে ভাত দেয়া হয় এক টুকরো করে ভোল্ডার মুরগীর মাংস। অপর দিকে ৩ দিন উল্লেখিত ঝলের সঙ্গে দুপুরে রোগীদের ভাত দেয়া হয় এক টুকরো করে পাঙ্গাস মাছ। প্রতিদিন সকালে নাস্তা হিসাবে রোগীদের খাবার দেয়া হয় ১ টাকা দামের একটি কলা, ৬ টাকা দামের একটি ডিম ও ৫ টাকা মূল্যের ২টি পাউরুটি। এতে দেখা যায়, ঘোড়াঘাট হাসপাতালে ভর্তি থাকা রোগী দিনে খাবার পায় ৪০ থেকে ৫০ টাকার। এ ব্যাপারে ঘোড়াঘাট হাসপাতালের রোগীর খাদ্য দেয়া কন্টাক্টর বকুল মিয়ার সঙ্গে কথা বললে সে জানান, আমাকে কয়জন রোগী হাসপাতালে ভর্তি হয় তার তালিকা দেয়া হয়। আমি সে হিসাবে খরচ দেই। এ ব্যাপারে ঘোড়াঘাট হাসপাতালে টি,এস,এ ডাঃ নুর নেওয়াজ এর নিকট একজন ভর্তি থাকা রোগী সরকারী কি কি খাবার পায় জানতে চাওয়া হলে সে জানান, আমার কাছে ওই তালিকা নেই। আছে হেড কার্কের কাছে। এ ব্যাপারে হাসপাতালের হেড কার্ক মাসুদ মিয়ার সঙ্গে কথা বলতে গেলে তাকে ওই সময় অফিসে পাওয়া যায়নি। দেখার কেউ নেই।