গফরগাঁওয়ে পিস্তল উদ্ধার করেছে পুলিশ
গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা ঃ ময়মনসিংহের গফরগাঁওয়ে বেলদিয়া গ্রাম থেকে একটি পিস্তল উদ্ধার করেছে পাগলা থানার পুলিশ। গফরগাঁও সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রায়হানুল ইসলাম জানান, গোপন সংবাদে ভিত্তিতে গত শুক্রবার রাতে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য রায়হানকে গ্রেফতার করতে উপজেলার নিগুয়ারী ইউনিয়নের বেলদিয়া গ্রামে বাড়িতে পুলিশ অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত রায়হান পালিয়ে যায়। বাড়িতে তল্লাশি চালিয়ে এসময় একটি দেশি পিস্তল উদ্ধার করা হয়। পাগলা থানার ওসি মোখলেছুর রহমান আকন্দ জানান, এ ঘটনায় পাগলা থানায় অস্ত্র আইনে একটি মামলা হয়েছে। এছাড়াও তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় বেশ কয়েকটি ডাকাতির মামলা রয়েছে।