ঘোড়াঘাটে ৫০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্বোধন
ঘোড়াঘাট (দিনাজপুর) থেকে শহিদুল ইসলাম আকাশঃদিনাজপুরের ঘোড়াঘাটে শনিবার সকালে স্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কল্যাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩১ শয্যা হতে ৫০ শয্যা উন্নতি করণ নবনির্মিত ভবনের প্রধান অতিথি হিসাবে উদ্বোধন করেন, দিনাজপুর-৬ আসনের জাতীয় সংসদ সদস্য মোঃ শিবলী সাদিক। এ উপলে উপজেলা হলরুমে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নুর নেওয়াজ আহমেদের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দিনাজপুর সিভিল সার্জন ডাঃ মোঃ মওলা বক্স চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা টি,এম,এম মমিন, থানা অফিসার ইনচার্জ আমিরুল ইসলাম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রসিনা সরেন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুর রাফে খন্দকার সাহানশা, উপজেলা কৃষকলীগের সভাপতি ও দিনাজপুর জেলা কৃষকলীগের সদস্য শহিদুল ইসলাম আকাশ, পৌর আওয়ামীলীগের আহ্বায়ক মোঃ বেলাল উদ্দিন মন্ডল, যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান ভুট্টু, যুবলীগের আহ্বায়ক জাহাঙ্গীর আলম, যুগ্ম আহ্বায়ক নিরুপ সাহা, ছাত্রলীগের সভাপতি আপন কবির ফিরোজ সাংবাদিক শফিকুল ইসলাম প্রমুখ।