বাজিতপুরে জমি সংক্রান্ত জেরে প্রতিপক্ষের লোকেরা মুদির দোকানে আগুন, আহত ২
বাজিতপুর (কিশোরগঞ্জ)সংবাদদাতাঃ কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার হিলচিয়া ইউনিয়নের খনারচর নয়াহাটি গ্রামে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে নিজাম উদ্দিন সহ ৪-৫জন এ বাজারের মুদির দোকানদার মোঃ জয়নাল মিয়ার দোকানে আগুন লাগিয়ে দোকানের ব্যবসায়িক জিনিসপত্র পূড়ে গেছে। এই ঘটনাটি ঘটে গত কাল দুপুরের দিকে। এতে ক্ষতির পরিমান প্রায় দেড় লক্ষ টাকা। আগুন নেভাতে গিয়ে ২জন আহত হয় । আহতদের মধ্যে কাজল মিয়া(৫০)ও ইকরাম হোসেন (১৮)কে চিকিৎসা দেওয়া হয়। থানা পুলিশ ও এলাকাবাসি সূত্রে জানা গেছে, নিজাম উদ্দিন গত কয়েক বছর ধরে জমি সংক্রান্ত বিষয়ে জয়নাল মিয়া ও তার আতœীয় স্বজনের নামে বিভিন্ন সময়ে মিথ্যা শিশু ও নারী নির্যাতন মামলা সহ বিভিন্ন ধরণের মামলা দিয়ে হয়রানী কওে আসছে বলে এলাকা অভিযোগ রয়েছে। হিলচিয়া ইউনিয়নের চেয়ারম্যান মাজহারুল হক নাহিদ জানান, প্রতি পক্ষের লোকজন মিথ্যা মামলা দিয়ে জয়নাল মিয়া কে হয়রানী কওে আসছে দীর্ঘ দিন ধরে । এই ব্যাপারে জয়নাল মিয়া বাদী হয়ে নিজাম উদ্দিন, মহর উদ্দিন, নূরু মিয়া সহ অগ্যাত কয়েক জনের নামে গত কাল শনিবার দুপুরে একটি অভিযোগ দায়ের করেন।