কয়রায় জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস পালন

কয়রা প্রতিনিধিঃ “জানবে বিশ্ব জানবে দেশ, দূর্যোগ মোকাবিলায় প্রস্তুত বাংলাদেশ” প্রতিপাদ্য কে সামনে রেখে মহারাজপুর ইউনিয়ন পরিষদে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস২০১৮ উপলক্ষে র‌্যালী সচেতনতা মূলক সভা ও মহড়া অনুষ্ঠিত হয়েছে। শনবিার সকাল ১১টায় ইউনিয়ন দূর্যোগ ব্যস্থাপনা কমিটি মহারাজপুর ইউনিয়ন এবং ইউএসএআইডি’র খাদ্য নিরাপত্তা উন্নয়ন কার্যক্রম ‘নবযাত্রা’ এর যৌথ আয়োজনে মহারাজপুর ইউপি চেয়ারম্যান জিএম আব্দুল্লাহ আল মামুন লাভলুর নেতৃত্বে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস-২০১৮ উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালী ইউনিয়ন পরিষদ চত্তর থেকে শুরু করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। র‌্যালী শেষে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে চেয়ারম্যান জিএম আব্দুল্লাহ আল মামুন লাভলু মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে দূর্যোগ মোকাবিলা কিভাবে করতে হবে সে বিষয়ে বক্তব্য রাখেন এবং বক্তব্যে আরোও বলেন দিনটি উদ্যাপনের ফলে প্রাকৃতিক ও মানবসৃষ্ট দূর্যোগ সম্পার্কে সচেতনতা বাড়বে, দূর্যোগের নেই দিনক্ষণ, আমরা প্রস্তুত থাকব সারাক্ষণ এবং দূর্যোগে জানমালের ক্ষয়ক্ষতি সহনীয় পর্যায়ে রাখার জন্য একটি দক্ষ ও কার্যকর ব্যবস্থাপনা কাঠামো গড়ে তুলতে সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থা, সুশীল সমাজসহ সর্বস্তরের জনগণকে এগিয়ে আসার আহবান জানান। র‌্যালী ও আলোচনা সভায় অংশ গ্রহন করেন উপজেলা উপসহকারি কৃষি অফিসার,এসএম নজরুল ইসলাম, মহারাজপুর ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান জনাব মোস্তফা কামাল, ওয়াল্ড ফুড প্রগ্রামের কর্মকর্তা রেদওয়ান হোসেন, নবলোকের কর্মকর্তা আবুল কালাম আজাদ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা। অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে দূর্যোগ মোকাবিলা বিষয়ের চিত্রাংকন প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ করা হয়।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ