দুর্গাপুরে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
নির্মলেন্দু সরকার বাবুল, দুর্গাপুর(নেত্রকোনা): জেলার দুর্গাপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০১৮ অনুষ্ঠিত হয় শনিবার। বিদ্যালয় মাঠে স্কুলের প্রধান শিক্ষক (ভার:) হোসনে আরা বেগম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ছবি বিশ্বাস। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ এমদাদুল হক খাঁন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মামুনুর রশীদ, পৌর মেয়র আলহাজ¦ মাওঃ আব্দুস ছালাম, উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আলাউদ্দিন আল আজাদ, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ হক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার মোঃ নাসির উদ্দিন প্রমুখ। স্কুল শিক্ষক রানা আহমেদ জানান, শিক্ষার্থীদের মধ্যে এবার মোট ১৮টি ইভেন্টের খেলা দেয়া হয়েছে। খেলা শেষে প্রধান অতিথি বিজয়ীদের পুরস্কার বিতরণ করেন।
জাতীয় দুর্যোগ প্রস্ততি দিবস পালিত
নির্মলেন্দু সরকার বাবুল, দুর্গাপুর(নেত্রকোনা)
জেলার দুর্গাপুরে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর আয়োজিত জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে শনিবার।
এ উপলক্ষে এক বর্নাঢ্য শোভাযাত্রা পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদনি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে ‘‘জানবে বিশ্ব জানবে দেশ, দুর্যোগ মোকাবিলায় প্রস্তত বাংলাদেশ’’ এই প্রতিপাদ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মামুনুর রশীদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এমদাদুল হক খান, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ হক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার মোঃ নাসির উদ্দিন, প্রধান শিক্ষক এ কে এম ইয়াহিয়া প্রমুখ। আলোচনা শেষে সুসঙ্গ আদর্শ বিদ্যানিকেতন স্কুলে দুর্যোগ মোকাবিলায় স্কুলের শিক্ষার্থীরা এক মহড়া প্রদর্শন করেন।