দাকোপে আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপন
দাকোপ (খুলনা) প্রতিনিধি : “সময় এখন নারীরঃ উন্নয়নে তারা বদলে যাচ্ছে গ্রাম শহরে কর্ম-জীবনধারা” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে খুলনার দাকোপ প্রশাসন ও মহিলা বিষযক অধিদপ্তরের আয়োজনে এবং নবযাত্র প্রকল্পের সহযোগীতায় আন্তর্জাতিক নারী দিবস- ২০১৮ উদ্যাপন উপলে র্যালি, আলোচনা সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা মহিলা বিষযক কর্মকর্তা সুরাইয়া সিদ্দিকার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান এ্যাডঃ শুভদ্রা সরকার। বিশেষ অতিথির বক্তৃতা করেন ভাইস চেয়ারম্যান গৌরপদ বাছাড়, ইউপি চেয়ারম্যান পঞ্চানন মন্ডল, অধ্য অসিম কুমার থানদার, ওয়ার্ল্ড ভিশনের নবযাত্রা প্রকল্প ফিল্ড অফিস কোঅর্ডিনেটর মোঃ মাহাবুবার রহমান, সাংবাদিক আজগর হোসেন ছাব্বির। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন দেবব্রত মন্ডল, বিপুল শীল প্রমুখ। সভার পূর্বে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা সদর চালনা পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদণি শেষে ডাক বাংলা মোড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
দাকোপে শিা উপকরণ মেলার সমাúনী ঘোষনা।
দাকোপ (খুলনা) প্রতিনিধি
“মানসম্মত শিা, শেখ হাসিনার দীা ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দাকোপ উপজেলা শিা অফিসের আয়োজনে জাতীয় প্রাথমিক শিা সপ্তাহ ২০১৮ উপজেলা পর্যায়ে ৩দিন ব্যাপী শিা উপকরণ মেলার সমাপনী ঘোষনা করা হযেছে।
গতকাল বৃহস্পতিবার বিকাল ৪টায় উপজেলা শহীদ মিনার চত্ত্বরে উপজেলা প্রাথমিক শিা অফিসার মোঃ মাছুম বিল্লাহ‘র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তৃতা করেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান গৌরপদ বাছাড়, এ্যাড়ঃ শুভদ্রা সরকার, সহকারী শিা অফিসার সঞ্জয় দেবনাথ, পলাশ কুমার মন্ডল, মোঃ মনিরুজ্জামান, মৃন্ময় কুমার রায়, প্রধান শিক মোঃ হাবিবুর রহমান, লোকেন্দ্র নাথ বর্মন, শফিউল আযম সেলিম, ইউনুছ আলী টিটো, সঞ্জয় কুমার সরকার, সহকারী শিক পল্লব কুমার বিশ্বাস প্রমুখ।
দাকোপে পৌর আ’লীগের উদ্যোগে ঐতিহাসিক ৭মার্চ পালিত।
দাকোপ (খুলন) প্রতিনিধি
উপজেলা সদর চালনা পৌরসভা আ‘লীগের উদ্যোগে ঐতিহাসিক ৭মার্চ পালন উপলে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকাল সাড়ে ৫টায় উপজেলা আ‘লীগ দলীয় কার্যালয়ে পৌর আ‘লীগ সভাপতি শেখ শফিকুল ইসলাম আক্কেলের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শিপন ভূঁইয়ার পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা আ‘লীগ সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায়। বিশেষ অতিথির বক্তৃতা করেন পৌর মেয়র সনত কুমার বিশ্বাস, উপজেলা আ‘লীগ যুগ্ম সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান শেখ আব্দুল কাদের, ইউপি চেয়ারম্যান পঞ্চানন মন্ডল, সাংগঠনিক সম্পাদক এবিএম রুহুল আমীন, কৃষকলীগ সভাপতি শেখ গোলাম হোসেন, জেলা পরিষদ সদস্য কে এম কবীর হোসেন, শিবপদ পোদ্দার, কনিকা বৈরাগী, শ্রমিকলীগ সভাপতি গোবিন্দ বিশ্বাস, দেবাশীষ বিশ্বাস, কাউন্সিলর আব্দুল গফুর সানা, সেচ্ছাসেবকলীগ সভাপতি জি এম রেজা, অমারেশ ঢালী, সুফলা মন্ডল, হাসিনা বেগম, নাসিমা বেগম, দেবাশিষ ঢালী। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন অমারেশ বিশ্বাস, হবিবর শেখ, শচীন্দ্র নাথ মন্ডল, মিজানুর রহমান টুটুল, মোহন লাল সাহা, ননী গোপাল মন্ডল, সুব্রত বিশ্বাস, চিত্তরঞ্জন পাল, রবিন্দ্র নাথ সরদার, শিবপদ মন্ডল, জয়প্রকাশ রায়, চয়ন সাহা, নরোউত্তম পোদ্দার, ডলি আকতার, মোঃ জাহিদুর রহমান মিল্টন, ছাত্রনেতা রতন কুমার মন্ডল প্রমুখ।