গফরগাঁওয়ে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র্যালী, সভা ও মেলা
গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা :ময়মনসিংহের গফরগাঁওয়ে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষ্যে র্যালী, নারী উন্নয়ন মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষ হয়ে শিল্পকলা একাডেমীতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার ডা. শামীম রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল, মহিলা ভাইস-চেয়ারম্যান রেশমা আক্তার, জেলা পরিষদের সদস্য দিলরুবা আক্তার কাজল, মুক্তিযোদ্ধা মফিজ আহমেদ ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খালেদা আক্তার প্রমূখ। পরে শিল্পকলা একাডেমীর সামনে নারী উন্নয়ন মেলার উদ্বোধন ও ষ্টল পরিদর্শন করে অতিথিবৃন্দ।