আচরণ বিধি লঙ্ঘনের দায়ে আ’লীগ প্রার্থীর ৫ হাজার টাকা জরিমানা

একেএম শামছুল হক, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধা-১ সুন্দরগঞ্জ আসনে জাতীয় সংসদের আসন্ন উপ-নির্বাচনে আচরণ বিধি লঙ্ঘনের অপরাধে আ’লীগ মনোনীত প্রার্থী আফরুজা বারীর ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
গতকাল বৃহস্পতিবার দুপুর পৌণে ২টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্ষ মোড়ে নির্ধারিত সময়ের পূর্বে পথ সভা করায় আচরণ বিধি লঙ্ঘনের দায়ে ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু বাক্কার আ’লীগের প্রার্থী আফরুজা বারীর ৫ হাজার টাকা জরিমানা করেন। সহকারী কমিশনার (ভূমি) আবু বাক্কার জরিমানার বিষয়টি নিশ্চিত করেন। এর আগে গত ৩ মার্চ তােিরখও আচরণ বিধি লঙ্ঘনের দায়ে উক্ত প্রার্থীর ১০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত।

 

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ