শালিখায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মানব বন্ধন
মোঃ শহিদুজ্জামান চাঁদ শালিখা,মাগুরা থেকেঃ সময় এখন নারীর উন্নয়নে তারা,বদলে যাচ্ছে গ্রাম-শহরে কর্ম জীবন ধারা এই প্রতিপাদ্যের উপর ভিত্তি করে আগামী ৮ মার্চ সারাদেশের ন্যায় মাগুরার শালিখায় আন্তর্জাতিক নারী দিবস ২০১৮ উদযাপন উপলক্ষে এক মানব বন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে সোমবার সকাল ১১টায় উপজেলা চত্তরে মানব বন্ধন কর্মসূচীতে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ গ্রহন করে। মানবন্ধনের নেতৃত্বে দেন উপজেলা নির্বাহি অফিসার সুমী মজুমদার। এসময় উপস্থিত ছিলেন, শালিখা থানা ওসি তদন্ত তৌফিক আজম,মহিলা বিষয়ক কর্মকর্তা অনিতা মল্লিক,শিক্ষা অফিসার অরুন চন্দ্র ঢালী,খাদ্য নিয়ন্ত্রক কর্তকর্তা মিনা খানম,যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ইলিয়াসুর রহমান,সহকারি শিক্ষা অফিসার মোস্তফা মাহমুদ, সহকারি শিক্ষা অফিসার মিঠুন দাস,সহকারি প্রোগ্রাম অফিসার বুলবুলি খাতুন, প্রধান শিক্ষক মোঃ আবুল হোসেন প্রমুখ।
শালিখায় জাতীয় পাট দিবস উপলক্ষে পাটর্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
মোঃ শহিদুজ্জামান চাঁদ শালিখা,মাগুরা থেকেঃ সোনালী আঁশের সোনার দেশ,পাট পণ্যের বাংলাদেশ এই প্রতিপাদ্যের বিষয়ে মাগুরার শালিখায় জাতীয় পাট দিবস ২০১৮ অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার সকাল সাড়ে ১১টায় উপজেলা চত্তর থেকে একটি র্যালি বের হয়ে উপজেলা সদর আড়পাড়া বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এরপর উপজেলা পরিষদ সম্মেল কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহি অফিসার সুমী মজুমদার। উপস্থিত ছিলেন, শালিখা থানা ওসি তদন্ত তৌফিক আজম, শিক্ষা অফিসার অরুন চন্দ্র ঢালী,খাদ্য নিয়ন্ত্রক কর্তকর্তা মিনা খানম,যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ইলিয়াসুর রহমান,মহিলা বিষয়ক কর্মকর্তা অনিতা মল্লিক, সহকারি শিক্ষা অফিসার মোস্তফা মাহমুদ, সহকারি শিক্ষা অফিসার মিঠুন দাস, প্রোগ্রাম অফিসার বুলবুলি খাতুন, প্রধান শিক্ষক মোঃ আবুল হোসেন প্রমুখ।
শালিখায় দুঃস্থ অসহায় পরিবারের মধ্যে ৪০ হাজার টাকার চেক বিতরণ
মোঃ শহিদুজ্জামান চাঁদ শালিখা,মাগুরা থেকেঃ মাগুরার শালিখায় বাংলাদেশ জাতীয় সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্থ দুঃস্থ অসহায় পরিবারের মধ্যে অনুদানের চেক বিতরণ করা হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা নির্বাহি অফিসারের সম্মেলন কক্ষে ৫জন দুঃস্থ অসহায় পরিবারের মধ্যে মাথা পিচু ৮ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকার চেক বিতরণ করেন উপজেলা নির্বাহি অফিসার সুমী মজুমদার। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সমাজ সেবা অফিসার মোস্তফা গিয়াস উদ্দিন।