খানসামায় জাতীয় শিক্ষা সপ্তাহ ও পাট দিবস উদ্যাপিত
শান্ত মহন্ত, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুর জেলার খানসামা উপজেলায় বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্যদিয়ে ৬ মার্চ সকাল ১০টায় উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগ ও পাট অধিদপ্তরের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ও পাট দিবসে এক বর্ণাঢ্য র্যালী উপজেলা পরিষদ থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়কে “মানসম্মত শিক্ষা শেখ হাসিনার দিক্ষা” এই প্রতিপাদ্য বিষয় স্লোগানে স্লোগানে সকল সড়ক প্রদক্ষীন করে আবার উপজেলায় মিলিত হয়। এতে উপজেলা নির্বাহী অফিসার আহমেদ মাহবুব-উল-ইসলাম, উপজেলা কৃষি অফিসার মোঃ আফজাল হোসেন ও উপজেলা শিক্ষা অফিসার মোঃ হাবিবুল ইসলামের নেতৃত্বে উপজেলার সকল বিভাগের কর্মকর্তা, স্কুলের শিক্ষক, সাংবাদিক, ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেন। ৬ হতে ১২ মার্চ ৭ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে ৬ থেকে ৭ মার্চ ২ দিনব্যাপী উপজেলা পরিষদ প্রাঙ্গনে প্রাথমিক শিক্ষা মেলার আয়োজন করা হয়। ৭ই মার্চ দুপুর ২টার সময় শিক্ষক সমাবেশ এবং কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। বিকেল ৩টায় মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক উদ্বোধনী অনুষ্ঠান মাল্টিমিডিয়ার মাধ্যমে প্রচার ও প্রদর্শন করা হবে।
পাট দিবসের র্যালী শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে পাট দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ আফজাল হোসেন। এসময় পাট চাষীগণ উপস্থিত ছিলেন। এছাড়াও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ৬ মার্চ সকাল ১১টার সময় উপজেলা পরিষদ চত্বরে “সময় এখন নারীর: উন্নয়নে তারা, বদলে যাচ্ছে গ্রাম-শহরে কর্মজীবনধারা” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ ফারজানা ইয়াসমিন ও এনজিও প্রতিনিধিবৃন্দ।