পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ৬ দফা দাবীতে নাটোরে মাঠ কর্মীদের মানববন্ধন

নাটোর প্রতিনিধি : পরিবার পরিকল্পনা অধিদপ্তরের চলমান নিয়োগবিধিসহ অন্যান্য জরুরী চাকুরীগত সমস্যা দূরীকরণসহ ৬ দফা দাবীতে মাঠ কর্মীরা মানববন্ধন করেছে। সোমবার দুপুরে পরিবার পরিকল্পনা বিভাগের মাঠ কর্মীরা সমিতির ব্যানারে নাটোর প্রেসক্লাবের সামনে এই কর্মসূচী পালন করে। মানববন্ধনকালে বক্তব্য রাখেন সমিতির জেলা কমিটির সহ-সভাপতি শরিফ আহমেদ, সাধারণ সম্পাদক মাহবুব হাসান, সদর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক ফেরদৌসী খাতুন, মহিলা বিষয়ক সম্পাদিকা লাইলী বেগমসহ অন্যান্যরা। এ সময় বক্তারা বলেন, মাঠ পর্যায়ে সকল কর্ম সম্পাদন করলেও তাদের কে টেকনিক্যাল পদমর্যাদা দেওয়া হয় না। তারা চলমান নিয়োগবিধির কাজ অতি দ্রুত সম্পন্ন করে ন্যায্য পদোন্নতিসহ জরুরী দাবীসহ বাস্তবায়ন করার দাবী জানান।

 

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ