ড. জাফর ইকবাল এর উপর হামলার প্রতিবাদে কুলিয়ারচরে মানববন্ধন
মোঃ নাঈমুজ্জামান (নাঈম), প্রতিনিধি, কুলিয়রারচর (কিশোরগঞ্জ): গতকাল বিকাল ৪টায় কুলিয়ারচর উপজেলার কেন্দ্রীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে কুলিয়ারচরের শিক্ষক সমাজ, মুক্তিযোদ্ধা ও সুশীল সমাজের লোকজন একত্রে দাঁড়িয়ে ড. জাফর ইকবালের উপর জঙ্গিবাদের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছে। শহীদ সেলিম স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক রফিকুল বাহারের সঞ্চালনায় উক্ত মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন জেলা পরিষদ সদস্য ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জিল্লুর রহমান, কুলিয়ারচরের প্রবীণ সাংবাদিক, শিক্ষক নেতা জিল্লুর রহমান মাস্টার, কুলিয়ারচর পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ মোঃ ফজলুল হক, মুক্তিযোদ্ধা জেলা কমান্ডের সদস্য সিরাজুল ইসলাম আবিরাজ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শেখ জহির উদ্দিন প্রমুখ।