একব্যক্তি দু’টি গুরুত্বপূর্ণ পদে কর্মরত
চান মিয়া, ছাতক (সুনামগঞ্জ):সুনামগঞ্জের দোয়ারাবাজারও সিলেটের বিশ্বনাথে একব্যক্তি দু’টি অতি গুরুত্বপূর্ণ প্রতিষ্টানে দায়িত্ব পালন করছেন। এনিয়ে দু’জেলার সর্বত্র ব্যাপক তোলপাড় শুরু হয়েছে। জানা যায়, বিশ্বনাথ উপজেলার লামাকাজি ইউনিয়নের উদয়পুর গ্রামের সমশর আলীর পুত্র আব্দুল মুকিত লামাকাজি ইউপির রেজিস্ট্রার্ড নিকাহ রেজিষ্ট্রার হিসেবে দায়িত্ব পালন করছেন। একই ব্যক্তি দোয়ারাবাজার উপজেলার লক্ষীপুর ইউনিয়নের চামতলা ইসলামিয়া দাখিল মাদরাসার সহ-সূপার পদে কর্মরত রয়েছেন। অথচ চামতলা এলাকা থেকে লামাকাজির দূরত্ব হচ্ছে প্রায় একশ’ কিলোমিটারের অধিক। একই সময়ে একই ব্যক্তি দু’কর্মস্থলে তিনি কিভাবে উপস্থিত থেকে দায়িত্ব পালন করেন তা- রহস্যজনক। যাহা মুসলিম বিবাহ ও তালাক (নিবন্ধন) বিধিমালা ২০০৯ (২০) এর পরিপন্থি। বিধিমালা ২০-এ বলা হয়, চাকুরি গ্রহণের ক্ষেত্রে বাঁধা-নিষেধ। কোন নিকাহ রেজিস্ট্রার তাকে যে এলাকার জন্য লাইসেন্স প্রদান করা হয়েছে সে- এলাকায় বা উক্ত এলাকা সংলগ্ন কোন ওয়ার্ড, পৌরসভা বা ইউনিয়নের কোন মসজিদ অথবা বেসরকারি স্কুল, কলেজ অথবা বেসরকারি মাদরাসা ব্যতিত অন্য কোথায়ও চাকুরি করতে পারবেনা। কিন্তু এসব আইনকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে প্রতারণার মাধ্যমে তিনি দু’কর্মস্থলে চাকুরি করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন। এব্যাপারে চামতলা মাদরাসার ছাত্রছাত্রীও অভিবাবকবৃন্দ গত ১৫ফেব্রুয়ারি সুনামগঞ্জ জেলা প্রশাসক বরাবরে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এব্যাপারে আব্দুল মুকিত দু’কর্মস্থলে দায়িত্ব পালন করছেন বলে স্বীকারোক্তি দিয়ে আপাতত ব্যস্ত থাকার অজুহাতে তিনি মোবাইলটি কেটে দেন। ##
থানায় মামলা দায়ের-
ছাতকে চুরির প্রতিবাদে
সন্ত্রাসী হামলা, আহত ৫
চান মিয়া, ছাতক (সুনামগঞ্জ)::
ছাতকে চুরির ঘটনার প্রতিবাদ করতে গিয়ে সন্ত্রাসী হামলায় মহিলাসহ ৫জন আহত হয়েছে। উপজেলার কালারুকা ইউপির ছিক্কা গ্রামে এঘটনা ঘটে। এব্যাপারে পারভিন বেগম বাদি হয়ে ১১জনের নামে থানায় মামলা দায়ের করা হয়েছে। গত রোববার ৪মার্চ বাদশা মিয়ার স্ত্রী পারভিন বেগম জানান, গত ২৮মার্চ একই গ্রামের সূরুজ মিয়া ও ফিরোজ মিয়ার নেতৃত্বে ১৫/১৬জন লোক ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে তার স্বামির বাড়ি ঘেরাও করে তাকে মারপিট করে লুঠপাট করে মালামাল নিয়ে উল্লাস করে পালিয়ে যায়। এতে বাদশা মিয়া (৪৬), শরিফ উদ্দিন (২০) পারভিন বেগম (৪০)সহ ৫জন আহত হন। এদের মধ্যে বাদশা মিয়াকে আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার সময় বসত ঘরে হামলা, ভাংচুর ও শোকেসে থাকা নগদ একলাখ ২০হাজার টাকাসহ পারভিন বেগমকে অস্ত্রর মূখে জিম্মি করে তার গলার চেইন ছিনিয়ে নেয়। এব্যাপারে থানায় সূরুজ আলীসহ ১১জনের নামে মামলা রেকর্ড করা হয়েছে। এব্যাপারে মামলাটি রেকর্ড করার সত্যত স্বীকার করেন থানার অফিসার্স ইনচার্জ (ওসি) আতিকুর রহমান। ##
ছাতকের গোবিন্দগঞ্জে ফুটবল
টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন
চান মিয়া, ছাতক (সুনামগঞ্জ)::
ছাতকে গোবিন্দগঞ্জ যুব সংঘের উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। শনিবার ৩মার্চ বিকেলে গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি অনার্স কলেজের উত্তরের হাজার হাজার দর্শকের উপস্থিতিতে সম্পন্ন হয়। ফাইনালে মাইক্রো স্ট্যান্ড গোবিন্দগঞ্জ-ছাতক বনাম সানজানা ইলেভেন স্টার লাউতলা-জগন্নাথপুরের মধ্যে খেলায় সানজানা ইলেভেন স্টারকে ০-১ গোলে পরাজিত করে মাইক্রো ষ্ঠ্যান্ড বিজয়ি হয়। পরে পরিচালনা কমিটির সভাপতি আশরাফুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সদরুল আমিন সোহানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ছাতক উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান বকুল, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বালাগঞ্জ উপজেলা চেয়ারম্যান আব্দাল মিয়া, বিশ্বনাথ উপজেলা চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী, দণি সুনামগঞ্জ উপজেলা চেয়ারম্যান হাজি আবুল কালাম, বিশ্বম্ভরপুর উপজেলা চেয়ারম্যান হারুন অর রশিদ, ছাতক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা আক্তার খান ছানা, ছাতক থানার অফিসার্স ইনচার্জ আতিকুর রহমান, গোবিন্দগঞ্জ-সৈদেরগাও ইউপি চেয়ারম্যান আখলাকুর রহমান। খেলায় সানজানা ইলেভেন স্টারকে ০-১ গোলে পরাজিত করে মাইক্রো স্ট্যান্ড গোবিন্দগঞ্জ। এতে ধারাভাষ্য করেন সিলেটের ধারাভাষ্য সংগঠনের আব্দুল আহাদ ও জিয়াউল হক জিয়া। ##
ছাতকের ধনিটিলায় শ্রীকৃষ্ণের
বসন্ত রাসলীলা অনুষ্ঠিত
চান মিয়া, ছাতক (সুনামগঞ্জ)::
ছাতকে ধনিটিলা জগন্নাথ জিউর মন্দিরে শ্রীকৃষ্ণের বসন্ত রাসলীলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে এ উপলে বিকেলে বসন্তলীলা উদযাপন কমিটির উদ্যোগে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগ সভাপতি শিল্পপতি সাইফুর রহমান চৌধুরী খোকন। বন্তলীলা উদযাপন কমিটির সভাপতি অমর কুমার সিংহের সভাপতিত্বে ও মিলন কুমার সিংহের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান আব্দুল হেকিম, ইউনুস আলী মেম্বার, লাল মিয়া মেম্বার, মুহিন উদ্দিন, সমরজিত শর্ম্মা, রাম সিংহ, মুক্তিযোদ্ধা নেরাই সিংহ, মনি সিংহ, সাবেক মেম্বার স্বপন কুমার সিংহ, উপজেলা যুবলীগের সহ-সভাপতি লায়েক মিয়া, যুগ্ম-সাধারন সম্পাদক মাহবুব মিয়া, দপ্তর সম্পাদক ফয়জুল ইসলাম ফজল, সাংস্কৃতিক সম্পাদক শাহ আরজ মিয়া প্রমূখ। বক্তব্য রাখেন, অরুন কুমার সিংহ, সুভাষ সিংহ, সুনিল কুমার সিংহ, বিনোদ কুমার সিংহ, নিরঞ্জন কুমার সিংহ, রতন কুমার সিংহ, বাবুল সিংহ অবনী, নির্মল সিংহ রমল, রঞ্জন সিংহ, শ্যাম সুন্দর শর্ম্মা, অজিত সিংহ, স্বপন চৌধুরী, রইছ আহমদ, পাবেল আহমদ, শুভ চৌধুরী। সভায় সাইফুর রহমান চৌধুরী খোকন মনিপুরীদের রাসলীলা অনুষ্ঠানে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন । পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ##
ছাতকে পল্লী বিদ্যুতের গ্রাহক
হয়রানি, একজন ষ্ঠ্যান্ড রিলিজ
চান মিয়া, ছাতক (সুনামগঞ্জ)::
সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি (পবিস) এর অব্যাহত গ্রাহক হয়রানির ঘটনায় এক কর্মকর্তাকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। শনিবার ৩মার্চ সমিতির গোবিন্দগঞ্জ জোনাল অফিসে সাদ্দাম হোসেন নামের এ কর্মকর্তাকে স্ট্যান্ড রিলিজ করা হয়। ২৮ফেব্রুয়ারি গোবিন্দগঞ্জ পয়েন্টের কয়েকজন ব্যবসায়ি বিনা ভাউচারে বিদ্যুতের জরিমানা আদায়ের প্রতিবাদে জোনাল অফিসের ডিজিএম বরাবর একটি লিখিত অভিযোগ দেন। এতে ১মার্চ সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির টেকনিক্যাল বিভাগের ডেপুটি জেনারেল ম্যানেজার মুকসেদুল হাকিম ও ফাইনান্স বিভাগের এজিএম সারোয়ার জাহানকে তদন্তভার দেয়া হলে ৩মার্চ সরেজমিন পরিদর্শন করে ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে তাকে ষ্ঠ্যান্ড রিলিজ করা হয়। এছাড়া নাজমুল হোসেন নামের অপর এক কর্মকর্তা ছুটিতে থাকায় পরবর্তিতে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন জিএম অখিল কুমার সাহা। তদন্ত কমিটিটি রোববার ৪মার্চ ঢাকার প্রধান কার্যালয়ে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার কথা রয়েছে। এব্যাপারে সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জিএম অখিল কুমার সাহা যেসব গ্রাহক ফি জমা দিয়েছেন তাদের তালিকা-রশীদ দেখে ১০মার্চের মধ্যে সংযোগ প্রদানের নির্দেশ দেন। ##