বাজিতপুরে হত দরিদ্রদের মাঝে খাদ্য বান্ধব কর্ম সূচি শুরু
বাজিতপুুর (কিশোরগঞ্জ)সংবাদদাতা ঃ কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার পৌর সভাসহ ১১টি ইউনিয়নে গত কাল রবিবার বর্তমান সরকারের ঘোষিত খাদ্য বান্ধব কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে হত দরিদ্রদের মাঝে ১০টাকা কেজি সিদ্ব চাউল বিতরণ করা হয়েছে। বাজিতপুর উপজেলার ২২জন ডিলার প্রতি মাসে ১শত ২৪টন ৬৫০ কেজি চাউল উত্তোলন করে বিতরণ করেছেন। বাজিতপুর উপজেলার সরারচর খাদ্য ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জুলহাস উদ্দিন জানান, এই কর্মসূচি আগামী কয়েক মাস চলবে বলে উল্লেখ করেন। এই দিকে কটিয়াদী উপজেলায় ও ১৮ জন ডিলারের মাধ্যেমে ১০০শত ৭৩টন ৮৮ কেজি চাউল উত্তোলন করে গত কাল বিতরণ করা হয়েছে।