ফরিদপুরে উপজেলা নির্বাহীকর্মকর্তারকার্যালয়ে চুরি

সাগর চক্রবত্তী, ফরিদপুর  প্রতিনিধি  : ফরিদপুরের মধুখালীতে বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, উপজেলা মৎস্য অফিস এবং উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তার অফিসের এক চুরি সংঘঠিত হয়েছে।এতে চোরেরা বিভন্ন আলমিরা ভেঙ্গে তছনছ করে নগদ ৩৫ হাজার ৫‘শ টাকা নিয়ে পালিয়ে যায়। এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত ) ও সহকারি কমিশনার (ভূমি) মো. মনজুর হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার দিবাগত রাতে নির্বাহী কর্মকর্তার একটি আলমিরা ভেঙ্গে ২৯ হাজার টাকা এবং উপজেলা মৎস অফিসের আলমিরা ভেঙ্গে ৬হাজার ৫‘শ টাকা নিয়ে যায়। এছাড়া উপজেলা হিসাব রক্ষন অফিসের আলমিরা তছনছ করে চোরেরা। তিনি জানান, অফিসের সিসি ক্যামেরায় দেখা যায়, মুখোশ পড়া অবস্থায় এ চুরি সংঘঠিত করে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।

মধুখালী থানা ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান, চোর দ্রুত গ্রেফতারের চেষ্ঠা করা হচ্ছে।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ