দুর্গাপুরে মাধ্যমিক স্কুলের শিক্ষার্থীদের মাঝে কুইজ প্রতিযোগীতা

দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে বেসরকারী উন্নয়ন সংস্থা দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে) এর আয়োজনে প্রতিষ্ঠানের সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসুচী এর অংশ হিসেবে গ্রাম বাংলার চিরায়ত ঐতিহ্য সমুন্নত রাখতে ও মানুষের সুকুমার বৃত্তির উন্নয়নে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র/ছাত্রীদের অংশগ্রহনে জেলা পরিষদ অডিটরিয়ামে এক কুইজ প্রতিযোগীতার আয়োজন করা হয়। উক্ত প্রতিযোগীতার পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে কমরেড মনিসিংহ মেলা কমিটির আহ্বায়ক প্রবীণ রাজনীতিবীদ বাবু দূর্গাপ্রসাদ তেওয়ারীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ এমদাদুল হক খাঁন, বিশেষ অতিথি হিসেবে আলোচনায় অংশগ্রহন করেন, সুসঙ্গ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ ফারুক আহম্মেদ তালুকদার, এম কে সি এম সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আঃ গফুর, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ নাসির উদ্দিন, সুসঙ্গ আদর্শ বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক এ কে এম ইয়াহিয়া, ডিএসকের উপপরিচালক মোঃ আলাউদ্দিন, আঞ্চলিক ব্যাবস্থাপক মোঃ শামছুল আলম খাঁন,আবুল কালাম আজাদ,আমিনুল ইসলাম প্রমুখ। পুরষ্কার বিতরনী ও আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ