রাজাপুরে দুদকের দুর্নীতি প্রতিরোধ বিষয়ক গণশুনানি, র্যালি ও মানববন্ধন
রহিম রেজা, রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি : ঝালকাঠির রাজাপুরে দুর্র্নীতি দমন কমিশন (দুদক) এর উদ্যোগে ‘দুর্নীতি প্রতিরোধ বিষয়ক গণশুনানি, মানববন্ধন ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্র্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) সহযোগিতায় দুদক উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বরে মানববন্ধন, র্যালি ও বিভিন্ন অফিসের দুর্নীতির বিষয়ে উপজেলা অডিটোরিয়ামে অর্ধদিনব্যাপি গণশুনানি করেছে। অনুষ্ঠানে দুদক কমিশনার ড. নাসিরউদ্দীন আহমেদ প্রধান অতিথি ছিলেন। বিশেষ অতিথি ছিলেন ঝালকাঠির জেলা প্রশাসক মো. হামিদুল হক (শুনানি পরিচালনা করেন), দুদকের প্রধান কার্যালয়ের পরিচালক মো. মনিরুজ্জামান ও বরিশাল বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো. আবু সাঈদ, অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম, বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক এবিএম আব্দুস সবুর, উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মনিরউজ্জামান ও শাহজাহান মোল্লা । সভাপতিত্ব করেন ইউএনও আফরোজা বেগম পারুল এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন মাইনুল হাসান মৃধা। অনুষ্ঠানে দুদক কর্মকর্তা, সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) এর কর্মকর্তাসহ বিভিন্নশ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। বিভিন্ন দফতরের বিরুদ্ধে লিখিত ৪১ অভিযোগের শুনানিকালে সাধারণ জনগণ ও সংশ্লিষ্ট সরকারি দফতরের কর্মকর্তা-কর্মচারীদের মুখোমুখি করে দু’পক্ষের বক্তব্য শোনা হয়। অধিকাংশ অভিযোগই ছিল সেটেলমেন্ট, ভূমি অফিসের সার্ভেয়ার রফিকুল ইসলামের বিরুদ্ধে ও সাব-রেজিষ্ট্রি ও পল্লী বিদ্যুতের বিরুদ্ধে। তবে পুলিশের বিরুদ্ধে কোন অভিযোগ দায়ের হয়নি বলে জানা গেছে। এছাড়াও বিভিন্ন দফতরের বিরুদ্ধে দুদকে আরও অর্ধশত অভিযোগ দায়ের করা হয়। পরে নাগরিকদের সেবাপ্রাপ্তি সংক্রান্ত সমস্যা দ্রুত সমাধানে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এ সময় তিনি দুর্নীতি প্রতিরোধে গণসচেতনতা বাড়ানো, সততা ও নিষ্ঠাবোধ সৃষ্টি করা, সরকারি দফতরসমূহের কর্মকান্ডে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করাসহ দুর্নীতি প্রতিরোধে সবাইকে সচেষ্ট থাকার ওপর গুরুত্বারোপ করেন।
রাজাপুরে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের সম্মেলন
রহিম রেজা, রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি
ঝালকাঠির রাজাপুরের মুক্তিযোদ্ধা মিলনকেন্দ্র কনভেনশন সেন্টারে মঙ্গলবার সন্ধ্যায় ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের উপজেলা সম্মেলনে অনুষ্ঠিত হয়েছে। এতে পীর সাহেব চরমোনাই মনোনীত ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনের সংসদ সদস্য প্রার্থী আল্লামা নুরুল হুদা ফয়েজী প্রধান অতিথির বক্তব্য রাখেন। তিনি বলেন, দেশের বিরানব্বই শতাংশ মুসলমান ৮ শতাংশ মুসলমানের কাছে জিম্মি। দেশে শান্তি প্রতিষ্ঠা করতে হলে সর্ব ক্ষেত্রে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে, অন্যথায় দেশে শান্তি প্রতিষ্ঠা হবে না। ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের উপজেলা সভাপতি মোঃ আমিনুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন জাকারিয়া আদনান, ক্বারী মুহাম্মদ ইয়াকুব আলী, হাফেজ ইব্রাহিম আল হাদি, ক্বারী মোঃ তাওহিদু ইসলাম, হাফেজ মোঃ আরিফ বিল্লাহ, মাও. মোঃ জয়নাল আবেদীন ছাবেরী ও আলহাজ¦ হযরত মুফতি আছাদুজ্জামান প্রমুখ। উপজেলা ছাত্র আন্দোলনের পুরাতন কমিটি বিলুপ্তি ঘোষনা করে হাফজ মোঃ জাকারিয়া আদনানকে সভাপতি, মোঃ মিয়াদ হাসানকে সহ-সভাপতি, মোঃ এসাহাককে সাধারন সম্পাদক, মোঃ কাদেরকে সাংগঠনিক সম্পাদক, মোঃ আঃ কাইউমকে প্রশিক্ষন সম্পাদক ও মোঃ আবুবকরকে প্রচার ও প্রকাশনা সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট উপজেলা ছাত্র আন্দলনের নতুন কমিটি ঘোষনা করেন এবং শপথ পাঠ করান।