ঝরাপাতা -আলাউদ্দিন হোসেন

বসন্ত এলেই ঝরে পড়ে
সকল গাছের পাতা
বসন্ত এলেই শুণ্য দেখায়
সকল ডালের মাথা।
বসন্ত এলেই কোকিল ডাকে
ঝরাপাতার গাছে
মিষ্টি বসন্তের ডাক শুনিয়া
নতুন পাতা নাচে।
পুরান পাতা ঝরে পরে
নতুন পাতার ডাক
বসন্ত এলেই ডালে ডালে
নতুন পাতার ঝাঁক।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ