সাংস্কৃতিক ঝরাপাতা -আলাউদ্দিন হোসেন ফেব্রুয়ারি ২৮, ২০১৮আগস্ট ১১, ২০১৮ দৈনিক আমার বাংলাদেশ বসন্ত এলেই ঝরে পড়েসকল গাছের পাতাবসন্ত এলেই শুণ্য দেখায়সকল ডালের মাথা।বসন্ত এলেই কোকিল ডাকেঝরাপাতার গাছেমিষ্টি বসন্তের ডাক শুনিয়ানতুন পাতা নাচে।পুরান পাতা ঝরে পরেনতুন পাতার ডাকবসন্ত এলেই ডালে ডালেনতুন পাতার ঝাঁক। Post Views: 565