কাপ্তাইয়ে ২ দিনব্যাপী বিজ্ঞান মেলা শুরু
রাঙ্গুনিয়া সংবাদদাতা : “মেধাই সম্পদ, বিজ্ঞান ও প্রযুক্তিই ভবিষ্যৎ” এই স্লোগানকে সামনে রেখে কাপ্তাই উপজেলা প্রশাসনের আয়োজনে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়ের পৃষ্ঠপোষকতায় মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) থেকে দুই দিনব্যাপী কাপ্তাইযে শুরু হলো ৩৯তম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বিজ্ঞান মেলা। কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল আলমের সভাপতিত্বে মাধ্যমিক শিা কর্মকর্তা নাদির আহমেদের সঞ্চালনায় মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান দিলদার হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান অংসুসাইন চৌধুরী, বিএসপিআই এর অধ্য আশুতোষ নাথ, রাইখালী কৃষি গবেষনা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আলতাফ হোসেন, চন্দ্রঘোনা রেশম গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মনসুর আলী প্রমুখ।
এর আগে একটি বনাঢ্য র্যালী উপজেলার বিভিন্ন সড়ক প্রদণি করে। এদিকে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলে উপজেলা পরিষদ মিলনায়তন চত্বরে বিভিন্ন প্রতিষ্ঠানের ১৮ টি স্টল তাদের স্ব স্ব উদ্ভাবিত প্রযুক্তি প্রদর্শন করে। উপজেলার ১৩ টি মাধ্যমিক বিদ্যালয় এই মেলায় অংশ নিচ্ছে।