আত্রাইয়ে আগুনে ৩টি দোকান ভস্মীভূত
আত্রাই (নওগাঁ) সংবাদদাতা : নওগাঁর আত্রাই উপজেলার বিশা ইউনিয়নের সমসপাড়া বাজারে আগুনে পুড়ে গেছে ৩টি দোকান। গতকাল মংগলবার গভীর রাতে এ ঘটনা ঘটে। ফলে প্রায় ৩ লাধিক টাকার তি হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, গত মংগলবার গভীর রাতে হঠাৎ করে এলাকাবাসী সমসপাড়া বাজারে আগুনের শিখা দেখতে পেয়ে আত্রাই ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের ১টি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। মো: গোলাম হোসেনের আয়ুর্বেদিক ঔষধালয় ও বস্তার দোকান এবং বিপ্লব হোসেনের বিপ্লব ভ্যারাইটিজ স্টোর এর দোকানের সকল মালামাল পুড়ে যায়। এতে প্রায় ৩ লাধিক টাকার য়-তি হয়েছে বলে দাবি তিগ্রস্ত ব্যবসায়ীদের।
এ ব্যাপারে তিগ্রস্ত ব্যবসায়ী মো: গোলাম হোসেন ও মো: বিপ্লব হোসেন জানান, ‘ব্যাংক থেকে ঋণ নিয়ে ব্যবসা শুরু করেছিলাম। আগুনে প্রায় ৩ লাখ টাকার তি হয়েছে যা কাটিয়ে ওঠা অসম্ভব।
আত্রাই উপজেলা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন মাষ্টার নিতাই চন্দ্র বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়েছে।