রাঙ্গুনিয়ার মুরাদের ঘোনা বিদ্যালয়ে পুরষ্কার বিতরণ অনুষ্ঠান

রাঙ্গুনিয়া প্রতিনিধি : রাঙ্গুনিয়া পৌরসভার মুরাদের ঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ, পিইসি পরীক্ষায় এ+ প্রাপ্তদের সংবর্ধনা ও সচেতন মায়েদের বিশেষ সম্মাননা প্রদান অনুষ্ঠান বিদ্যালয় মাঠে সোমবার ( ২৬ ফেব্রুয়ারি) বিকালে অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয় পরিচালনা পরিষদ সভাপতি বদিউল খায়ের লিটন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামাল হোসেন। আইয়ুব মাহমুদ ও তাপস চক্রবর্তীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা কর্মকর্তা আক্রাম হোসেন, সহকারী শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইদ্রিস, রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জিগারুল ইসলাম জিগার, হোছনাবাদ লালানগর উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদ সভাপতি সিরাজুল করিম বিপ্লব, শিক্ষানুরাগী মোহাম্মদ ইকবাল হোসেন, পৌরসভার স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর তারেকুল ইসলাম চৌধুরী, অভিভাবক প্রতিনিধি আজিজুল ইসলাম, রাসেল চৌধুরী, রওশন আলী খাঁন, মনোয়ারা বেগম চৌধুরী, সঞ্জয় বড়ুয়া সেতু, অনুপ বড়ুয়া, মিনতি বড়ুয়া, আবদুল গফুর, প্রধান শিক্ষিকা লিলি রাণী বড়ুয়া, শিক্ষক শোভা রাণী বড়ুয়া, পারভিন আক্তার, জয়শ্রী দে, তাপসী চৌধুরী বড়ুয়া, খাইরুন নাহার লাহেরী, সংগীতা দাশ প্রমুখ।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ