উন্নয়ন অব্যাহত রাখতে নৌকায় আস্থা রাখুন- ড. হাছান মাহমুদ

রাঙ্গুনিয়া প্রতিনিধি : রাঙ্গুনিয়া উপজেলার শিলক ও কোদালা ইউনিয়ন আওয়ামীলীগের যৌথ উদ্যোগে আয়োজিত সমাবেশে আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি বলেন, ‘আওয়ামীলীগ যখনই ক্ষমতায় আসে দেশের উন্নয়ন হয়, দেশের মানুষ ভাল থাকেন। কিন্তু অন্যরা ক্ষমতায় এলে দেশ দূর্নীতিতে চ্যাম্পিয়ন হয়, দেশের উন্নয়ন অগ্রযাত্রা থমকে দাড়ায়। ২০০৮ সালের পর থেকে সারাদেশের মতো রাঙ্গুনিয়ায় আড়াই হাজার কোটি টাকার উন্নয়ন হয়েছে। নদী ভাঙ্গন রোধ ও বিভিন্ন প্রকল্পে আরও কয়েকশত কোটি টাকার উন্নয়নের বরাদ্দ করা হয়েছে। সাধারণ মানুষের দাবীর চাইতে বেশি উন্নয়ন রাঙ্গুনিয়ায় করা হয়েছে। দেশের চলমান উন্নয়ন অব্যাহত রাখতে নৌকায় আস্থা রাখুন। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) বিকালে শিলক উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শিলক ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি নুরুন্নবী সওদাগরের সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি খলিলুর রহমান চৌধুরী, উত্তরজেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক ও পৌরসভার মেয়র শাহজাহান সিকদার, কৃষি ও সমবায় সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মুহাম্মদ আলী শাহ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান ইদ্রিছ আজগর, সদস্য নজরুল ইসলাম তালুকদার, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি সিরাজুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ইঞ্জিনিয়ার সামশুল আলম তালুকদার, পদুয়া ইউপি চেয়ারম্যান গোলাম কবির তালুকদার, কোদালার আবদুল কাইয়ুম তালুকদার, সাবেক ইউপি চেয়ারম্যান এম মান্নান চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আকতার হোসেন খাঁন, সরফভাটা ইউপি চেয়ারম্যান শেখ ফরিদ উদ্দিন চৌধুরী, শিলক ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আবু তাহের, কোদালা ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি নাছির উদ্দিন, সাধারণ সম্পাদক বদিউল আলম, আওয়ামীলীগ নেতা মুজিবুল হক হিরু, শওকত হোসেন সেতু, উপজেলা যুবলীগ সাধারণ সম্পা দক মো. ইউনুচ প্রমুখ।

 

রাঙ্গুনিয়ায় ইজতিমায় বক্তারা-
ইসলাম মানবজাতিকে সত্য বলতে শেখায়

রাঙ্গুনিয়া প্রতিনিধি :
পরকালের মুক্তির জন্য অবশ্যই নিয়মিত পাঞ্জাগানা নামাজ আদায় করতে হবে। ইসলাম শান্তির ধর্ম। ইসলামের সুশীতল ছায়ায় আসার জন্য এর বিধিবিধান মেনে চললে পরকালে মুক্তি পাওয়া সম্ভব। ইসলাম মানবজাতীকে সত্য বলতে শেখায়। তাই ইসলামী জ্ঞান আহরণ করে প্রিয় মহানবীর নির্দেশীত পথে চললে বিশ্ব শান্তি প্রতিষ্ঠিত হবে।
রাঙ্গুনিয়ায় দা’ওয়াতে ইসলামী বাংলাদেশ নঈমী কাবিনা’র উদ্যোগে রাঙ্গুনিয়া উচ্চ বিদ্যালয় মাঠে হযরত আবু বক্কর ছিদ্দিক (রহ:) এর ওরশ উপলক্ষে অনুষ্ঠিত ইজতিমা বক্তারা একথা বলেন। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) জুম্মার নামাজ শেষে বয়ানের মধ্য দিয়ে ইজতিমার মূল কার্যক্রম শুরু করা হয়। এতে রাঙ্গুনিয়া সহ চট্টগ্রামের বিভিন্ন এলাকা থেকে আগত কয়েক হাজার মুসল্লী অংশ নিয়েছেন। ইজতিমায় মুবাল্লীগে দা’ওয়াতে ইসলামীরা সুন্নাত, নামাজ, কোরআন শিক্ষাসহ শরীয়তের বিভিন্ন বিষয়ে বয়ান পেশ করেন। পরে রাতে আখেরী মুনাজাতের মধ্য দিয়ে ইজতিমার কার্যক্রম শেষ হয়। ইজতিমায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আকতার হোসেন, রাহাতিয়া দরবারের সাজ্জাদানশীন সৈয়দ ওবাইদুল মোস্তফা নঈমী, মো. সাইফুল ইসলাম, মাওলানা নাজমুল হোসেন নঈমী, কাজী মুসা নঈমী, শফিউল বশর, হাফেজ আব্দুর রহমান জামী, আইয়ুব নূরী, করিম উদ্দিন নূরী, দিলদার হোসেন নঈমী প্রমুখ। ইজতিমার সার্বিক নিরাপত্তায় পুলিশ সার্বক্ষনিক মাহফিল প্রাঙ্গনে উপস্থিত ছিল। এছাড়াও মাহফিল উপলক্ষে বিভিন্ন ইসলাম ধর্মীয় বইয়ের স্টল বসে।

 

রাঙ্গুনিয়ায় হুসনেআরা দ্বীনি শিা বৃত্তি সম্পন্ন

রাঙ্গুনিয়া প্রতিনিধি: রাঙ্গুনিয়ায় হুসনেআরা.আবুল.খাইরুল ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় হুসনেআরা দ্বীনি শিা বৃত্তি পরীা শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সম্পন্ন হয়েছে। সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত আড়াই ঘন্টাব্যাপী এই পরীায় ৪টি আলাদা কেন্দ্রে অংশ নিয়েছে ৩৫টি শিা প্রতিষ্ঠানের প্রায় সাড়ে ৪ শতাধিক শিার্থী। পরীা চলাকালীন কেন্দ্র পরিদর্শন করেন ফাউন্ডেশনের প্রধান পৃষ্টপোষক খাইরুল আলম, ফাউন্ডেশনের চেয়ারম্যান জাহেদুল আলম খাঁন, বৃত্তি পরিচালনা কমিটির উপদেষ্ঠা মাস্টার আব্দুর রউফ, আহবায়ক শিক্ষক আব্দুল গফুর, যুগ্ম আহবায়ক রঞ্জন বড়ুয়া, পৌরসভা কাউন্সিলর এনাম উদ্দিন আইয়ুব, বিআইজেড এইচ সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পরিষদ সভাপতি মো. ইসকান্দার, সদস্য মো. ইফতেখার হোসেন, শিক্ষক আব্দুল কাদের, নুরুল আবছার, সম্ভু বিশ্বাস, কাজী আহসান উদ্দিন, আবু মুছা, মো. সেলিম, খন্দকার আহসান হাবীব, জামাল উদ্দিন, বদরুল হাসান, ভাগ্য ধর চক্রবর্তী, সুলতানা রাজিয়া, মো. রাসেল, রিদোয়ান আলম, আব্দুল গফুর, বিশু আচার্য্য প্রমুখ।
ফাউন্ডেশনের প্রধান পৃষ্টপোষক খাইরুল আলম বলেন, ‘এই পরীক্ষায় শিক্ষার্থীদের ইসলাম ধর্মীয় জ্ঞান ভিত্তিক সিলেবাস প্রণয়ণ করা হয়। প্রণীত সিলেবাসের ভিত্তিতে জ্ঞানমূলক প্রশ্নের মাধ্যমে বৃত্তি পরীক্ষা নিয়ে তাদের বিভিন্ন ক্যাটাগরীতে পুরষ্কৃত করা হয়। প্রাতিষ্ঠানিক শিার পেছনে সময় দেওয়ার কারণে মুসলিম শিার্থীরা পবিত্র কোরআন, হাদিস ও আক্বাইদ-ফিক্বাহ শিা থেকে বঞ্চিত হচ্ছেন। তাই শিক্ষার্থীদের ইসলামী তা’লীম-তারবী’আত, তাহযিব-তামাদ্দুন ও নৈতিক শিায় উদ্ধুদ্বকরণে এই বৃত্তি চালু করা হয়েছে।’

রাঙ্গুনিয়ায় বৌদ্ধ ভিক্ষুদের পরিবাসব্রত অনুষ্ঠান ও সদ্ধর্মসভা

রাঙ্গুনিয়া প্রতিনিধি : রাঙ্গুনিয়া উপজেলার ইছামতি ধাতুচৈত্য বিহার কমপ্লেক্সে ১০ দিনব্যাপী অনুষ্ঠানের ৩য় দিনে সদ্ধর্মসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) রতœপ্রিয় মহাথের’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটি আবুধাবির সভাপতি ইফতেখার হোসেন বাবুল। প্রধান ধর্মদেশক ছিলেন সংঘরাজ পূর্নাচার ভিক্ষু সংসদের মহাসচিব ড. সংঘপ্রিয় মহাথের। বক্তব্য রাখেন প্রজ্ঞানন্দ মহাথের, শীলরক্ষিত মহাথের, রাঙ্গুনিয়া কলেজ গভর্ণিং বডির সদস্য আবদুর রহিম, মরিয়ম নগর আওয়ামীলীগ সভাপতি মুজিবুল হক হিরু, সহসভাপতি রেজাউল করিম, সাধারণ সম্পাদক শওকত হোসেন সেতু, সমীরণ বড়–য়া সেন্টু, আয়োজক কমিটি উপপরিষদের চেয়ারম্যান দীপংকর ভিক্ষু,প্রধান সমন্বয়কারী অধ্যাপক প্রাণেশ কুমার বড়–য়া, সহসভাপতি মুক্তিযোদ্ধা সুশান্ত বড়–য়া, সাধারণ সম্পাদক মুক্তি সাধন বড়–য়া, যুগ্ন সম্পাদক সমীর বড়–য়া শিমুল, সদস্য সত্যপ্রিয় বড়–য়া কাবুল প্রমুখ।

 

রাঙ্গুনিয়ায় মসজিদের নতুন ভবনের ভিত্তি প্রস্তুরের উদ্বোধন

রাঙ্গুনিয়া প্রতিনিধি: রাঙ্গুনিয়া পৌরসভার সৈয়দবাড়ি জামে মসজিদের নতুন ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন হয়েছে। শুক্রবার(২৩ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে মসজিদের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন রাঙ্গুনিয়া পৌরসভার মেয়র মো. শাহজাহান সিকদার। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মসজিদ পরিচালনা কমিটির সভাপতি নুরুল হক, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মো. নাজিম উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক মো. ইউনুছ, কোষাধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. ইস্কান্দর, সদস্য জাফর ছালেক সিকদার, মসজিদের খতিব মাওলানা জাহাঙ্গীর আলম নঈমী, পেশ ইমাম মাওলানা সাখাওয়াত হোসাাইন তৈয়্যবী প্রমুখ।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ