রাণীনগরে তরমুজের দাম সাধারণের নাগালের বাইরে
কাজী আনিছুর রহমান,রাণীনগর(নওগাঁ) : নওগাঁর রাণীনগরে হাট-বাজারগুলোতে তরমুজ উঠতে শুরু করেছে। গত কয়েক দিন ধরে রাণীনগর সদর রেলষ্টেশনের সামনে দোকান , ফলের দোকানগুলোতে, বাজারের ও বিভিন্ন হাটবাজারে তরমুজের দেখা মিলছে।
জানা গেছে, রাণীনগরের হাটবাজারের তরমুজগুলো আনা হয়েছে বরিশাল থেকে। রাণীনগর থেকে অনেক দূর হওয়ায় পরিবহন খরচ বেশি পড়ার কারণে তরমুজের মূল্য অনেক চড়া বলে জানালেন ব্যবসায়ীরা। এখান একটি ছোট তরমুজ ৫০ টাকা দরে ৫ কেজি ২৫০ টাকা ও বড় তরমুজ ৪০০ টাকা করে বিক্রি হচেছ।
তাছাড়া আগাম তরমুজ বাজারে পাওয়া গেলেও এর মিষ্টি ও স্বাদ অনেকাংশে কম বলে জানা গেছে।তবে অল্প দিনের মধ্যেই সর্বত্র তরমুজের ভরপুর হবে বলে আশা করছেন এলাকার ব্যবসায়ীরা। তবে তরমুজের দাম বেশি হওয়ায় বিক্রির অবস্থা ভালো নয়। #