চা শ্রমিকদের কল্যাণে নজর দিন : প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, চা শ্রমিকদের উন্নয়নে বঙ্গবন্ধু কাজ করে গেছেন। আপনারও (বাগান মালিকরা) চা বাগানে কর্মরত শ্রমিকদের কল্যাণে নজর দিন।
আজ রবিবার সকাল সাড়ে ১১টার দিকে রাজধানীর ৩০০ ফুট সংলগ্ন আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি)বাংলাদেশ চা প্রদর্শনী- ২০১৮ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ নির্দেশনা দেন।
তিনি বলেছেন, চা শ্রমিকরা মাথার ঘাম পায়ে ফেলে পাতা তুলেন, বাগানের পরিচর্যা করেন। তাদের কল্যাণে বিশেষ করে শিক্ষা ও স্বাস্থ্যের প্রতি আপনাদের নজর দিতে হবে। পাশাপাশি শ্রমিকরাও বেশ আন্তরিকতা দিতে তাদের কাজটুকু করবেন বলে আমি বিশ্বাস করি।
শেখ হাসিনা বলেন, ’৯৬ সালে ক্ষমতায় আসার পর বাংলাদেশ টি বোর্ডের পক্ষ থেকে শ্রমিকদের ঘর তৈরি করে দেয়া হয়েছে। চায়ের গবেষণা ও উৎপাদন বৃদ্ধিতে নানা পদক্ষেপ নিয়েছে। রফতানি বেড়েছে এই অর্থকারী ফসলের।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ