সিলেট স্টেডিয়ামের সৌন্দর্যে মুগ্ধ হাথুরুসিং
নিউজ ডেস্ক : সকাল ১০টার আগেই হাথুরুসিং তার শিষ্যদের নিয়ে প্রবেশ করেন স্টেডিয়ামে। মূল ফটকে ঢোকার আগেই তার চোখে পড়ে রাস্তার পাশের চা বাগান। সেই সৌন্দর্যে বিমোহিত হাথুরুসিং। তিনি বলেন, আমার দেখা অন্যতম সুন্দর একটি মাঠ এটি। আমি সাড়ে তিন বছর বাংলাদেশে কাজ করেছি, কিন্তু আমার অধীনে এখানে কোন ম্যাচ হয়নি।
চা বাগানের মাঝখানে দেশের অন্যতম সুন্দর ও অত্যাধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম দেখে মুগ্ধ হয়েছেন শ্রীলঙ্কা দলের প্রধান কোচ। শনিবার সকালে স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে
এই কথা জানান তিনি।
মূলত হাথুরুসিং বাংলাদেশ দলের কোচ থাকাকালে জাতীয় দলের কোন ম্যাচ অনুষ্ঠিত হয়নি সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। তাই বাংলাদেশ দলের সাবেক এই কোচের দেখা হয়নি দেশের একমাত্র গ্রীণ গ্যালারী সম্পন্ন এই স্টেডিয়াম।
দলের প্রস্তুতি সম্পর্কে হাথুরু বলেন, দলে কোন ধরনের ইনজুরি সমস্যা নেই। সব খেলোয়ার ফিট আছেন। এসময় তিনি ডিকওয়ালা ও গুণাতিলাকার প্রশংসা করেন।
তিনি আরও বলেন, তাদের মাত্র শুরু। আন্তর্জাতিক ক্রিকেট অনেক লম্বা একটি পথ, এদের আরও উন্নতি করতে হবে।
উইকেট সম্পর্কে হাথুরুসিংহ বলেন, মাঠের উইকেট এখনো শতভাগ তৈরি হয়নি। উইকেটে এখনো কাজ চলছে। ম্যাচের আগে উইকেট দেখা বুঝা যাবে আসলে উইকেট কেমন?