ভালােবাসতে দিন লাগেনা – আলাউদ্দিন হোসেন

ভালোবাসা এই নয়
ভালেবাসা ঐ
ভালোবাসার অর্থ নয়
ফুল নিয়ে হৈ চৈ!
ভালোবাসা মায়ের প্রতি
ভালোবাসা বোনের
ভালোবাসা বাবার প্রতি
ভালোবাসা মনের!
ভালোবাসা সন্তানের তরে
গর্ভধারিনি মার
দিন লাগেনা ক্ষণ লাগেনা
ভালোবাসা দিবার!

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ