খালেদার মুক্তির দাবিতে অনশনে বিএনপি
নিউজ ডেস্ক : কারাবান্দী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে ঘোষিত অনশন কর্মসূচি পালন করছে দলটির নেতাকর্মীরা। কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে বুধবার সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি শুরু হয়। অনশন কর্মসূচিতে ইতিমধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরীসনহ বিএনপি, এর অঙ্গ সংগঠন ও ২০ দলীয় জোটের সিনিয়র নেতারা উপস্থিত হয়েছেন। এর আগে, রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এই কর্মসূচি পালিত হবে বলে জানিয়েছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।