ঠাকুরগাঁওয়ে বিএনপির মানববন্ধনের ব্যানার নিয়ে গেল ওসি
আরিফ হাসান, ঠাকুরগাঁও প্রতিনিধি: জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ৫ বছর কারাদণ্ড দেয়ার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে বিএনপি আয়োজিত মানববন্ধন কর্মসূচি বাধা দিয়েছে পুলিশ। সোমবার সকাল ১১টার দিকে বিএনপির কার্যালয়ের সামনে দলীয় নেতাকর্মীরা মানববন্ধনে দাড়ালে সদর থানার ওসি কিছুন পরেই ব্যানার নিয়ে চলে যায়।
এর পরেও মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সহ-সভাপতি ওয়াদুল্লাহ মাসুদ, যুবদলের সভাপতি মহেবুল্লাহ চৌধুরী আবু নূর প্রমুখ।বক্তারা এ সময়, এ সময় বক্তারা খালেদা জিয়ার বিরুদ্ধে দেয়া রায় প্র ত্যাখ্যান করে সরকার পতনের আন্দোলনের হুঁশিয়ারি দেন। জেলা বিএনপির সভাপতি আগামীকাল বেলা ১১টায় অবস্থান কর্মসূচি পালনে নেতাকর্মীদের উপস্থিত থাকার আহ্বান জানান।