খানসামায় গোখরা সাপের কামড় থেকে রক্ষা পেলেন ২ জন
শান্ত মহন্ত, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: খানসামা গোবিন্দপুর ভুল্লির ডাঙ্গায় বন্যায় ভেঙ্গে যাওয়া চাতাল মেরামতের কাজের সময় ইটের অংশ তুলতে গিয়ে ভিতরে থাকা ২টি গোখরা সাপের কামড় থেকে অল্পের জন্য বেঁচে গেলেন গোবিন্দপুর ভূল্লির ডাঙ্গা গ্রামের চাতাল মালিক মোঃ মাহামুদুল ইসলাম, রাজমিস্ত্রী মোঃ তরিকুল ইসলাম। এ সময় এদের সহযোগী আরোও দু’জন রাজমিস্ত্রী এরা হলেন ফরিদুল ইসলাম ও চারুবালা। চাতালে একত্রিত হয়ে থাকা ইটের অংশ নিচ থেকে দু’জন তোলার সময় নিচে থাকা গোখরা সাপটি দেখার পর তাদের সাপ সাপ চিৎকারে এলাকার লোকজন ঘটনাস্থলে লাঠি-সোটা নিয়ে ছুটে আসে এবং সাপটিকে আটক করে ও পরে লক্ষ্য করে দেখা যায় সেখানে আরোও ১টি গোখরা সাপ রয়েছে। পরে একত্রিত ইটের অংশ সরিয়ে দিয়ে অপর সাপটিকেও বাহির করে লাঠির আঘাতে জখম করে চাতালে সাপ দু’টিকে একত্রিত করে এলাকাবাসী সাপের খেলা দেখেন। পরে সাপ দুটোকে লাঠি দিয়ে মেরে ফেলার পর মাটির নিচে পুঁতে ফেলা হয়। সাপ দু’টির দৈর্ঘ্য প্রায় ৭ ফিটের মতো। দীর্ঘদিন পর গ্রামের লোকজন একত্রিত হয়ে গোখরা সাপ বা সাপের খেলা দেখলো ।