নিকলীতে মদ্যপায়ী অবস্থায় নিজ স্ত্রী ও সম্বন্বীর স্ত্রীকে জবাই করে হত্যা, হত্যাকারী আটক
বাজিতপুর (কিশোরগঞ্জ)সংবাদদাতাঃ সদ্য বিদেশ থেকে ফিরে কিশোরগঞ্জের নিকলী উপজেলার গুরুই ইউনিয়নের পূর্ব পাড়া গ্রামে গত কাল শনিবার দুপুরে ২সন্তানের জনক শওকত মিয়া(৩২) তার স্ত্রী আয়েশা আক্তার ও সম্বন্বীর স্ত্রী সালমা আক্তার (২৬) কে রামদা দিয়ে জবাই করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় পুলিশ গত কাল শনিবার দুপুরে হত্যাকারী শওকত মিয়া (৩৪)কে পুলিশ আটক করেছে। এলাকা ও থানা সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জেরটি শওকত মিয়ার সঙ্গে তার শ্বশুর বাড়ি পূর্ব পাড়া গ্্রামে দীর্ঘদিন ধরে চলে আসছিল। এরই জের ধরে, শওকত মিয়া ২ বছর সৌদি আরব থেকেজেল খেটে এসে কিছুদিন পর ওমানে চলে যান। ওমান থেকে গত শুক্রবার আনুমানিবক রাত সাড়ে ১২টার দিকে গ্রামের বাড়ি পূর্ব গ্্রামে আসেন। ভোর থেকে মাতাল অবস্থায় থাকে এবং এই অবস্থায় শওকত মিয়াতার স্ত্রী ও সম্বন্বীর স্ত্রীকে জবাই করে ফেলে। রিপোর্ট লেখা পর্যন্ত এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। লাশ ময়না তদন্তের প্্রস্তুতি চলছে। নিকলী থানার ইনচার্জ মোঃ নাছির উদ্দিন ভূইয়া জানান, পারিবারিক কলহের জেরে ২টি খুন হয়েছে। ঘাতক শওকতকে থানায় আটক করা হয়েছে।
শোক সংবাদ
শাহ্ আলী আকবর বাদল
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার সরারচর ইউনিয়নের তেঘরিয়ার ফকির বাড়ির অধিবাসি শাহ্ আরী আকবর বাদল হ্নদযন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে গত শুক্রবার রাত ৯টার দিকে জহুরুল ইসলাম মেডিকের কলেজে ইন্তেকাল করেন ইন্নালিল্লাহি…..রাজিন। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৬২বছর। মৃত্যু কালে তিনি স্ত্রী ২ ছেলে , ৩ মেয়ে রেখে গেছেন । গত কাল শনিবার আম্বিয়া খাতুন প্রি ক্যাডেট স্কুল মাঠে দুপুর আড়াই টায় জানাযা নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্তানে দাফন করা হয়।