মোদিকে ট্রাম্পের ফোন: মালদ্বীপ সংকট নিয়ে আলোচনা
মালদ্বীপের বর্তমান পরিস্থিতি নিয়ে টেলিফোনে আলোচনা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ ছাড়া তারা আফগানিস্তানের পরিস্থিতি এবং ভারত-প্রশান্ত মহাসাগর অঞ্চলে নিরাপত্তা বৃদ্ধির বিষয়েও আলোচনা করেছেন বলে হোয়াইট হাউস সূত্র নিশ্চিত করেছে। হোয়াইট হাউজের বরাত দিয়ে ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়েছে, চলতি বছরে মোদির কাছে ট্রাম্পের এটাই প্রথম ফোন। গতকাল আলোচনায় তারা দুজনেই মালদ্বীপের রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র ও দেশটিতে আইনের শাসন প্রতিষ্ঠার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। মালদ্বীপে নয় জন জেলবন্দি বিরোধী রাজনীতিককে দেশটির সর্বোচ্চ আদালত মুক্তির নির্দেশ দেওয়ায় সেখানে প্রচণ্ড রাজনৈতিক অস্থিরতা শুরু হয়। এই নির্দেশ মানতে অস্বীকার করে ক্ষমতাসীন ইয়ামিন সরকার। এর জেরে দেশটিতে ১৫ দিনের জন্য জরুরি অবস্থা জারি করা হয় এবং গ্রেপ্তার করা হয় প্রধান বিচারপতি সহ দুই বিচারপতিকে। এ বিষয়ে কথা ছাড়াও মোদি-ট্রাম্পের মধ্যে ভারত-প্রশান্ত মহাসাগরীয় এলাকার নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলেও হোয়াইট হাউজ থেকে জানানো হয়েছে। সূত্র জানায়, মোদি-ট্রাম্প দুজনই আফগানিস্তানের নিরাপত্তা ও স্থিতাবস্থা বজায় রাখার ব্যাপারে সহমত হয়েছেন। এ ছাড়া মিয়ানমার পরিস্থিতি ও রোহিঙ্গা শরণার্থীদের দুরবস্থা নিয়েও কথা হয়েছে তাদের। উত্তর কোরিয়ার পরমাণু নিরস্ত্রীকরণ সংক্রান্ত বিষয় নিয়েও মোদি-ট্রাম্পের মধ্যে আলোচনা হয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউস। আগামী এপ্রিলে ভারতের পররাষ্ট্র মন্ত্রী সুষমা স্বরাজ ও প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারামনের সঙ্গে মার্কিন পররাষ্ট্র সচিব রেক্স টিলারসন ও প্রতিরক্ষা সচিব জিম ম্যাটিসের বৈঠক হবে। এ ব্যাপারেও দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে কথা হয়েছে।