মহেশপুরের এমপি নবী নেওয়াজের ১শ কোটি টাকার ক্ষতি পূরন চেয়ে একটি পত্রিকার বিরুদ্ধে মামলা দায়ের
মহেশপুর প্রতিনিধিঃ ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য মোঃ নবী নেওয়াজ কুষ্টিয়া থেকে প্রকাশিত একটি পত্রিকার সম্পাদক, প্রকাশক সহ ৫ জনের বিরুদ্ধে ১শ টাকার ক্ষতি পূরন চেয়ে ঝিনাইদহ আদালতে মামলা করেছেন।
মামলার আরজি সূত্রে প্রকাশ, গত ২০/১/১৮ এবং ২২/১/১৮ইং তারিখে কুষ্টিয়া থেকে প্রকাশিত দৈনিক শিকল পত্রিকায় ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য নবী নেওয়াজের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও ব্যাপক দূণীর্তির অভিযোগ শিরোনামে সংবাদ প্রকাশ করে। এতে বাদীর মান-সম্মান চরমভাবে ক্ষুন্ন হয়। তিনি গত ৬/২/১৮ইং তারিখে ঝিনাইদহ বিজ্ঞ যুগ্ন জেলা জজ আদালতে মামলা করেন। মামলা নং-দেওয়ানী ১৪/১৮। বিবাদীগন হলেন-১)মোঃ আব্দুল জলিল, ঝিনাইদহ প্রতিনিধি, দৈনিক শিকল, ২) সম্পাদক সাকাওয়াত হোসেন ইবনে মঈন চৌধুরী, ৩) ভারপ্রাপ্ত সম্পাদক এসএম মাহফুজুর রহমান, ৪) নির্বাহী সম্পাদক মিজানুর রহমান মিজান, ৫) প্রকাশক হাসিনা সাকাওয়াত, দৈনিক শিকল, ৩৭/৭, নতুন কোর্টপাড়া, কুষ্টিয়া।