নাটোরে লালন একাডেমির ভবন ও মঞ্চ নির্মাণ কাজের শুভ উদ্বোধন
নাটোর প্রতিনিধি : নাটোর সদর উপজেলার জালালাবাদ গ্রামে লালন একাডেমির ভবন ও স্থায়ী মঞ্চ নির্মাণ শুরু হয়েছে।
বুধবার দুপুরে ৩ লাখ ৪৭ হাজার টাকা ব্যয়ে এ নির্মাণ কাজের উদ্বোধন করেন জেলা প্রশাসক শাহিনা খাতুন। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার জেসমিন আকতার বানু, লালন একাডেমির উপদেষ্টা ও নাটোর প্রেসক্লাবের সভাপতি জালাল উদ্দিন, তেবাড়িয়া ইউপি চেয়ারম্যান ওমর আলী প্রধান, লালন একাডেমির সভাপতি আব্দুল লতিফ চিসতি, সাধারণ স¤পাদক সৌরভ হোসেন, জমিদাতা শরিফুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। লালন একাডেমির সভাপতি আব্দুল লতিফ চিসতি জানান, মোট ৩৯ শতাংশ জমির ওপর একটি স্থায়ী মঞ্চ ও একটি নিজস্ব ভবন নির্মাণ করা হচ্ছে। যেখানে বিভিন্ন অনুষ্ঠান করাসহ লালন চর্চা করা হবে। নাটোর জেলা ও সদর উপজেলা প্রশাসন দু’টি প্রকল্পের মাধ্যমে এ ভবন ও মঞ্চ নির্মাণ করছে। এতে মঞ্চ বাবদ ৫০ হাজার এবং ভবন নির্মাণে ২ লাখ ৯৭ হাজার টাকা ব্যয় হবে।#