যদি সাজা হয়, জেলকোড অনুযায়ী রাখা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
নিউজ ডেস্ক : দুর্নীতি মামলায় আদালত যদি খালেদা জিয়ার সাজা ঘোষণা করে, তবে জেলকোড অনুযায়ী তাকে রাখা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। বুধবার সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি আরও বলেন, এজন্য সরকারের সংশ্লিষ্টরা প্রস্তুত রয়েছে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আগামীকালের রায়ে খালেদা জিয়ার সাজা হবে, নাকি তিনি খালাস পাবেন সেটা আদালতের বিষয়। তবে সাজা হলে জেলকোড অনুযায়ী তাকে রাখা হবে। গত ৩০ জানুয়ারি খালেদা জিয়ার গাড়িবহরের মিছিল থেকে পুলিশের প্রিজন ভ্যানে হামলার ঘটনায় চারজনকে আটক করা হয়েছে বলেও এদিন জানান তিনি। আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, বিএনপি মহাসচিব দাবি করেছেন, হামলাকারীরা নাকি অনুপ্রবেশকারী। কিন্তু আমরা যে চারজনকে গ্রেফতার করেছি, তারা সবাই বিএনপির সহযোগী সংগঠনের নেতাকর্মী। ভিডিও ফুটেজ দেখে তাদের আটক করা হয়েছে। এদিকে, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিব উন নবী খান সোহেলকে আইন-শৃঙ্খলা বাহিনী গ্রেফতার করেনি বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, হতে পারে তিনি আত্মগোপন করেছেন। এটা নতুন কৌশল হতে পারে।