শালিখায় ৩দিন ব্যাপি বিজ্ঞান মেলার শুভ উদ্বোধন করলেন জেলা প্রশাসকমোঃ আতিকুর রহমান

মোঃ শহিদুজ্জামান চাঁদ,মাগুরাঃ মাগুরার শালিখায় ৩দিন ব্যাপি ৩৯ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং ৩৯ তম বিজ্ঞান অলিম্পিয়াড ২০১৮ এর উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদু ঘরের তথ্যাবধানে মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা চত্তরে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে মাগুরা জেলা প্রশাসক মোঃ আতিকুর রহমান উপস্থিত থেকে এই মেলার শুভ উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানের পূর্বে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহি অফিসার সুমী মজুমদার। এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা শেখ বিপুল হোসেন, মাধ্যমিক শিা অফিসার সিরাজ উদ দৌলাহ, শিা কর্মকর্তা অরুন চন্দ্র ঢালী, মহিলা বিষয়ক কর্মকর্তা অনিতা মল্লিক, সমবায় অফিসার পংকজ কুমার মন্ডল,বিআরডিবি কর্মকর্তা দেবাশীষ দাস, একাডেমিক সুপার ভাইজার বিপ্লব রায়, সহকারি প্রোগ্রাম অফিসার বুলবুলি খাতুন প্রমুখ সভা শেষে প্রধান অতিথি মেলার বিভিন্ন শিা প্রতিষ্ঠানের ৩০টি ষ্টল পরিদর্শন করেন।

 

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ