অসহায় পথশিশুদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠিত
ঢাকা সংবাদদাতা : ঢাকার টিএসসিতে আজ ০৬ফেব্রুয়ারী’১৮ইং তারিখ মঙ্গলবার সকাল ১১টায় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে এবং স্বেচ্চাসেবী সংগঠন ‘স্বপ্ন’ এর সহযোগিতায় টিএসসি, পলাশি, সোহরাওয়ার্দী উদ্যান, ওসমানি উদ্যান ও পুরাতন রেলওয়ে কলোনীর ১০০ পথশিশু ও অভিভাবকদের মাঝে বিনামূল্যে কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহা-পরিচালক মোহাম্মদ জামাল উদ্দীন আহমেদ, স্বপ্ন-এর নির্বাহী প্রধান মোঃ শেখ সেলিম রেজা প্রমূখ। বন ও বন বিষয়ক সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন বলেন, কিশোর-কিশোরী, যুবক-যুবতী বেশিরভাগ ক্ষেত্রেই মাদকের ক্ষতিকর প্রভাবের কথা না ভেবেই বা না জেনেই মাদক গ্রহণ শুরু করে। তারা জানে না, আসক্তি ও নির্ভরশীলতা সৃষ্টি হয়ে গেলে মাদক প্রত্যাহার সহজ নয় এবং মাদক প্রত্যাহারের মারাত্মক বিরূপ প্রতিক্রিয়া রয়েছে। তাই উঠতি বয়সের ছেলেমেয়েদের মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে বাবা-মা, ভাই-বোন আত্মীয়-স্বজন বা শিক্ষক-শিক্ষিকাদের পর্যাপ্ত ধারণা দেয়া আবশ্যক। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহা-পরিচালক মোহাম্মদ জামাল উদ্দীন আহমেদ বলেন, মাদক একটি সামাজিক সমস্যা। বর্তমানে মাদকাসক্তি আমাদের সমাজে এক সর্বনাশা ব্যধিরূপে বিস্তার লাভ করছে। দূরারোগ্য ব্যধির মতোই তা আমাদের তরুণ সমাজকে গ্রাস করছে। এর তীব্র দংশনে ছটফট করছে আমাদের সমাজের আগামী দিনের ভবিষ্যৎ। মাদকের ভয়াবহ পরিণতি দেখে আজ প্রশাসন বিচলিত, অভিভাবকরা আতঙ্কিত চিকিৎসকেরা দিশেহারা। এর কারণ যে তরুণ যুবশক্তি দেশের প্রাণ মেরুদন্ড, নেশার ছোবলে আজ সেই মেরুদন্ড ভেঙ্গে পড়ে যেতে বসেছে। নেশার ছোবলে মৃত্যুতে ঢলে পড়েছে অসংখ্য প্রাণ, ধ্বংস হচ্ছে পরিবার ও সামাজিক শান্তি। তাই আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে মাদককে না বলি এবং অন্যকেও এ থেকে বিরত রাখি। তিনি আরোও বলেন, পথশিশুদের নেশা ছেড়ে কলম ধরতে হবে এবং মাদকমুক্ত সমাজ গড়তে হবে। তার জন্য যা সহযোগিতা প্রয়োজন তার সবকিছু সরকার করবে। স্বপ্ন-এর নির্বাহী প্রধান মোঃ শেখ সেলিম রেজা বলেন, আমাদের সমাজ এখন মাদক ক্যান্সারে আক্রান্ত হচ্ছে। যার শেষ পরিণতি অনিবার্য মৃত্যু। সমাজকে মাদকমুক্ত করা সম্ভব না হলে জাতি ধ্বংসের অতল গহ্বরে নিমজ্জিত হবে। তিনি বলেন আজ আমাদের অঙ্গীকার, মাদকমুক্ত পরিবার ও সমাজ।