শ্রীবরদীতে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত
মোঃ মঞ্জুরুল ইসলাম মঞ্জু, শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের শ্রীবরদীতে ৫ই ফেব্রুয়ারী সোমবার বিকাল ৩.৩০ মিনিটের সময় উপজেলা প্রশাসনের উদ্দ্যোগে সোমেশ্বরী হল রুমে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার সেজুতী ধররের সভাপত্তিতে, উপজেলা চেয়ারম্যান আশরাফ হোসেন খোকার প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন দুলাল, আ’লীগ নেতা মোহাম্মদ আলী লাল, বিশিষ্ট ক্রিড়াবীদ আ’লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহেল সালেহ, মাধ্যমিক শিা অফিসার রুহুল আলম তালুকদার, এলজিডি ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর আলম, প্রাথমিক শিা অফিসার অরুনা রায়, পল্লী উন্নয়ন কর্মকর্তা এনামুল হক, খাদ্য কর্মকর্তা আব্দুল্লাহ ইবনুল হোসাইন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রকিবুল হাসান, প্রেস কাব শ্রীবরদী সাধারণ সম্পাদক ও বিশ্ব বাংলা সাহিত্য পরিষদ শ্রীবরদী নির্বাহী মোঃ মঞ্জুরুল ইসলাম মঞ্জু, উপজেলা স্বেচ্ছাসেবকলীগীরে আহবায়ক ও সাংবাদিক ফেরদৌস আলী, প্রবীণ সাংবাদিক শওকত জামান সহ বিভিন্ন দপ্তরের প্রধান ও সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।