কটিয়াদীতে উপজেলা বিএনপির সাধারন সভা অনুষ্ঠিত
মাইনুল হক মেনু : কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা বিএনপির উদ্যোগে কটিয়াদী বাসষ্ট্যান্ডে উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র মো. তোফাজ্জল হোসেন খান দিলীপের বাসভবন মাঠে এক সাধারন সভা বুধবার অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে উপজেলা বিএনপির সভাপতি মো. তোফাজ্জল হোসেন খান দিলীপের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম জায়দুলের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, সহ-সভাপতি ও আচমিতা ইউপি চেয়ারম্যান মাহাবুবুর রহমান বাচ্চু, সহ-সভাপতি ও চান্দপুর ইউপি চেয়ারম্যান মো. মাহতাব উদ্দিন, যুগ্ন সাধারন সম্পাদক মো. জসীম উদ্দিন মেনু, করগাঁও ইউপির সাবেক চেয়ারম্যান শাহাজান কবির, স্বেচ্ছা সেবক দলের সভাপতি ও চান্দপুর ইউপির সাবেক চেয়ারম্যান আঃ কাইয়ূম ভূইয়া গঙ্গা, উপজেলা যুবদলের সভাপতি হাবিবুর রহমান রাসেল, পৌর বিএনপির যুগ্ন আহবায়ক আশরাফ উদ্দিন দাদন, আজিজুল হক শাহজাহান, নূরুল ইসলাম মন্টু, বনগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি নূরুল আমিন মাসুদ, সহশ্রাম ধূলদিয়া ইউনিয়ন বিএনপিরসভাপতি মোখলেছুর রহমান বাবলু, করগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আলী, চান্দপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. তাজ উদ্দিন, মুমুরদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি হাইদুল ইসলাম, আচমিতা ইউনিয়ন বিএনপির সভাপতি মাহমুদুল হাসান কামাল, লোহাজুরী ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মো. মোবারক হোসেন, জহিরুল ইসলাম বায়তুল, উপজেলা যুবদলের সাধারন সম্পাদক মাহবুবুর রহমান মাসুদ, পৌর যুবদলের সভাপতি শফিকুল ইসলাম ফুলু, শফিকুল ইসলাম বিল্লাল, এমদাদুল হক সবুজ, ছাত্র বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম সেতু, আমিনুল ইসলাম সজল, মোবারক হোসেন হারুন, মিজানুর রহমান মঞ্জিল, সামসুজ্জামান সোহেল, মুখলেছুর রহমান সরকার, আঃ হান্নান সরকার, উপজেলা যুবদলের বাবুল, আশরাফ, মোজাম্মেল জুবায়ের, ইব্রাহিম, সাইফুল, উপজেরা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মুশফিকুর রহমান রাব্বি, এনায়েত হোসেন আরিফ প্রমূখ। এছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ডের বিএনপি এবং সকল অঙ্গ সংগঠনের শত শত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।