নিকলীতে পি,ই,পি এর আয়োজনে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত।

শেখ উবাইদুল হক স¤্রাট নিকলী(কিশোরগঞ্জ) প্রতিনিধিঃকিশোরগঞ্জের নিকলীতে গতকাল শুক্রবার পোভার্টি ইরাডিকেশন প্রোগ্রাম পি,ই,পি এনজিও সংস্থার আই ডি পি প্রকল্পের আয়োজনে ফি ্রচক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে। সংস্থাটির স্থানীয় কার্যালয়ে সকাল দশটা থেকে শুরু হয়ে বিকাল পাচ টা পর্যন্ত চক্ষু শিবির কর্যক্রম চলে।এ সময় উপজেলার সাতটি ইউনিয়ন থেকে আগত এক হাজার পঞ্চাশ জন রোগীকে বিশেষঙ চিকিৎসকরা চিকিৎসা সেবা প্রদান করে।এদের মধ্যে লেন্স সংযোযন,ছানী ও নালী অপারেশন যোগ্য পঞ্চাশজন চক্ষু রোগীকে কিশোরগঞ্জ চক্ষু হাসপাতালে প্রেরনে জন্য নির্ধারন করেছে।পাচশত পঞ্চাশজনকে চশমা ও অন্যান্য রোগীদের বিনা মূল্যে প্রয়োজনীয় ঔষধ বিতরন করাহয়।চক্ষু শিবির উদ্বোধন করেন নিকলী উপজেলা পরিষদ চেয়ারম্যান কারার সাইফুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইয়াহ ইয়া খান,পিইপির সিনিয়র মাঠ সমন্ময়ক সুলতান মাহমুদ সহ নিকলী উপজেলা প্রেস ক্লাব সভাপতি শেখ উবাইদুল হক স¤্রাট

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ