দাকোপে খাদ্য দিবস পালন উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত ।

দাকোপ(খুলনা) প্রতিনিধি  : “নিরাপদ খাদ্যে ভরবো দেশ,সবাই মিলে গড়বো সোনার বাংলাদেশ”এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে খুলনার দাকোপ উপজেলা প্রমাসনের আয়োজনে জাতীয় নিরাপপদ খাদ্য দিবস-২০১৮ পালন উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মারুফুল আলম‘র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মোঃ জাকির হোসেন তালুকদার, চালনা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মিরাজ হোসেন, উপজেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শফিঊল আজম সেলিম, শিক্ষক বিধান চন্দ্র রায়, প্রেসক্লাব সভাপতি শচীন্দ্র নাথ মন্ডল, সাংবাদিক মোঃ শিপন ভূইয়া, বিধান চন্দ্র ঘোষ, এস এম, মামুনুর রশিদ, খাদ্য গুদামের অফিস সহকারী সাধন কুমার রায়, আব্দুল্লাহ আল মামুন, দেলোয়ারা বেগম, জাকির হোসেন প্রমুখ। সভার পূর্বে একটি বর্ণাঢ্য র‌্যালী উপজেলা সদর চালনা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ