কবিতা মাতৃভাষা -আলাউদ্দিন হোসেন ফেব্রুয়ারি ১, ২০১৮ দৈনিক আমার বাংলাদেশ যাদের জন্য পেয়েছি মোরাসেনার মাতৃভাষাতাদের তরে জনম জনমথাকবে ভালোবাস।জীবন দিয়ে করে গেছে যারামাতৃভাষা দানসারা জীবন গেয়ে বেড়াবোতাদের তরে গান।কালের কাল মহাকাল ধরেরাখবো তাদের মনেরেখে যাওয়া স্মৃতিগুলোরাখবো হৃদয় কনে। Post Views: 427